বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

গঙ্গাচড়ায় সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত 

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি

গঙ্গাচড়ায় সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত 

রংপুরের গঙ্গাচড়ায় সোমবার (৬ জানুয়ারি) উপজেলা পরিষদ অডিটরিয়াম কাম মাল্টিপারপাস হলরুমে বিজ্ঞান  ও প্রযুক্তি মন্ত্রণালয় ঢাকার  আয়োজনে  ও উপজেলা প্রশাসনের বাস্তবায়নে স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সমপ্রসারণ  শীর্ষক সেমিনার ও প্রদর্শনী  অনুষ্ঠিত হয়েছে। 

উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ হাসান মৃধা সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিনিয়র সাইন্টিফিক অফিসার বিসিএসআইআর সাগিরুল ইসলাম,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা  অফিসার  আবু মো. আলেমুল বাসার, গঙ্গাচড়া মডেল থানার ওসি আল এমরান, গঙ্গাচড়া সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী মাহবুবা আক্তার মলী ও এসময় সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস উর্মি, সমবায় কর্মকর্তা মোসাদ্দেকুর রহমান, প্রাণিসম্পদ কর্মকর্তা মাহফুজুর রহমান  উপজেলা প্রকৌশলী মজিদুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা মাহমুদুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সজিবুল করিমসহ কর্মকর্তা কর্মচারী সাংবাদিক,  শিক্ষক, ছাত্র নেতা, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 

প্রদর্শনী মেলায় স্টল প্রদর্শন করেন উপজেলা কৃষি সমপ্রসারণ অধিদপ্তর, উপজেলা প্রকৌশলী দপ্তর, উপজেলা যুব উন্নয়ন কার্যালয়, উপজেলা পল্লী উন্নয়ন দপ্তর, কাচ ও সিরামিক গবেষণা ও পরীক্ষণ  ইনস্টিটিউট ঢাকা , উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, উপজেলা প্রাথমিক শিক্ষা দপ্তর, গঙ্গাচড়া সরকারি মডেল উচ্চ বিদ্যালয়, গঙ্গাচড়া আদর্শ উচ্চ বিদ্যালয়, হাজী দেলোয়ার হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়। 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সমবায় কর্মকর্তা আবতাবুজ্জামান চয়ন। পরে জেলা প্রশাসক গঙ্গাচড়া অফিসার্স কল্যাণ ক্লাবের সামনে বনজ ও ফলজ গাছ রোপণ করেন। গঙ্গচড়া অফিসার্স কল্যাণ ক্লাবে উপজেলার সব কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন। 

টিএইচ